নিজেস্ব প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ রোববার ভোর ৫.৫৭ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচী শুরু হয়। স্থানীয় সংসদ সদস্য একেএম শাজাহান কামাল ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী স্মৃতি ফলকে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগ,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট,লক্ষ্মীপুর বিশ্ব বিদ্যালয় কলেজ, সরকারী মহিলা কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল,সরকারী, বেসরকারী বিভিন্ন দপ্তরসমুহ, এনজিও,পেশাজীবি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সমকাল সুহৃদ সমাবেশ লক্ষ্মীপুর জেলার আয়োজনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুিষ্ঠত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,সুহৃদ আইরিন সুলতানা, টুম্পা নাথ,মাহাবুবের রহমান,এমরান হোসেন,আতিক ফয়সার ও শরিফ হোসেন।এ দিকে সকালে জেলা স্টেডিয়াম মাঠে সরকারী বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ়্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এছাড়া জেলা সদর,রায়পুর,রামগতি,কমলনগরও রামগঞ্জে দিবসটি পালিত হয়।