লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌর গরু মাংস ও মুরগি বাজারে অভিযান চালিয়ে ১টি মাংসের দোকানে ১০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন দোকানিকে সর্তক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) তথ্য ও সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পৌর গরু মাংস ও মুরগি বাজারে এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে মেজবান গোস্তের দোকানের মালিক মো. হেলাল উদ্দিনকে পঁচা ও বাসি মাংস রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মুরগি বাজারে ওজনে কম দেওয়া কযেকজন সর্তক করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এইসময় উপস্থিত ছিলেন,জাতীয নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) ফিল্ড অফিসার রাজিব কর, পৌরসভার সেন্টারি ইন্সেপেষ্টর তাজুল ইসলামসহ বিভিন্ন কর্মর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুল সালেহীন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে মুরগি বাজারে ওজনে কম দেওয়া কযেকজন সর্তক করা হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.