লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার পোলিং এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে।
আজ বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার। মাজহারুল নৌকা প্রতীকের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট।
রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, পথে পথে আওয়ামী লীগ সমর্থিত কর্মীরা ভোটারদেরকে বাধা দিচ্ছে। নৌকায় ভোট দেবে কিনা, তা নিশ্চিত হয়ে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে।
নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রভাব খাটাচ্ছে। এসব কেন্দ্রে দুপুর ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোটার উপস্থিত চোখে পড়ার মতো ছিল না। এছাড়া রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঘোড়া প্রতীকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং অফিসার মাহমুদকে আটক করা হয়েছে। একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।