মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

Array

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে নুর নবী নামের এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর একটার দিকে শহরের আমিন কমপ্লেক্সের পেছনের একটি ব্যাচেলর বাসার তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পরিবারের অভিযোগ, নুর নবীর সঙ্গে বাজারের অন্য ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ ছিল। তবে এ হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কোন তথ্য জানাতে পারেনি পুলিশ।

নিহত ব্যবসায়ী স্থানীয় বিসমিল্লাহ ডেকোরেটর এর মালিক ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলার অধিবাসী নুরনবী রায়পুর শহরে অবস্থিত আমিন কমপ্লেক্সে একটি দোকান ভাড়া নিয়ে ডেকোরেটর ব্যবসা করে আসছেন। এ সুবাধে দোকানের পেছনের একটি ব্যাচেলর বাসায় ভাড়া করে থাকতেন তিনি।  সোমবার সকালে অন্য শ্রমিকরা তাকে খুঁজতে ওই বাসায় গিয়ে দেখেন দরজায় তালা লাগানো, জানালা ভাঙা, ভেতরে ব্যবসায়ী নুরনবীর গলা কাটা লাশ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী পেয়ারা বেগম বলেন, মার্কেটের অন্য ব্যবসায়ীরা সব সময় তার স্বামীকে দোকান ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে প্রায় ঝগড়া হতো মার্কেটের লোকজনের সাথে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো নাম জানাতে পারেনি পেয়ারা বেগম।

এদিকে, এ ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের কোন বক্তব্য দিতে রাজি হননি।

তবে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন জানান, একজন ব্যবাসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে তৎপর রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ

শৈত্যপ্রবাহ কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

ডিসেম্বরের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে আরও...

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই...

প্রার্থিতা ফিরে পেতে ৪২ জনের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন প্রার্থী আপিল করেছেন।...

আচরণবিধি লঙ্ঘন, নৌকার প্রার্থী লাইলিকে শোকজ

শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার...

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজাসহ এক...

রামগঞ্জে আগুনে পুড়ে গেছে খোরশেদের শেষ সম্বল

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আগুনে পুড়ে গেছে হতদরিদ্র খোরশেদ আলমের ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার দিবাগত...