লক্ষ্মীপুর জেলার অন্যতম সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন বি.কে.বি ক্লাবের উদ্যোগে হিন্দু সম্প্রাদায়ের ধর্মীয় উৎস শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বী অর্ধশতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন, সবুজ বাংলাদেশ এর সভাপতি শাহীন আলম,মানবতায় ধর্ম সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি সংকর মজুমদার, মান্দারী মালাকার বাড়ী পূর্জা মণ্ডপের সাধারণ সম্পাদক বিপ্লব মালাকার।
আরো উপস্থিত ছিলেন, বি.কে.বি ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মজুমদার, বি.কে.বি পাঠাগার এর সাধারণ সম্পাদক আকাশ চন্দ্র দাস, রাজু পাটোয়ারী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বি.কে.বি ক্লাবের সভাপতি মোঃইসমাইল খাঁন সুজন জানান ২০১৬ সালে ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এই কর্মসূচি পালন করে আসছে।
বি.কে.বি ক্লাব সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনকৃত।