তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ, প্লাষ্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে। এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (০৫ জুন) সকালে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের আয়োজনে র্যালি,আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যলয় এর সামনে থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেল কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ- আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির। আলোচনা সভায় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিপ্তরের উপ পরিচালক হারুন অর রশিদ, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলমসহ প্রমুখ। এছাড়াও প্লাষ্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা করেন।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়েদর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।