লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় বিপুল পরিমান বিয়ারসহ কবির(৩৫) ও আক্তার হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক কবির হোসেন চাটখিল উপজেলার আবদুল মালেকের ছেলে ও আক্তার হোসেন চন্দ্রগঞ্জ থানার আবদুল্যাহ মিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সাখাওয়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর অভিযান চালিয়ে ১৪৪ ক্যান বিয়ারসহ তাদের আটক করে।