তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসা জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসুচি সোমবার বিকেলে শহরের শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের অধিনে এদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। আগামী সুষ্ঠ নির্বাচন করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।