লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক শহিদ উাদ্দন চৌধুরি এ্যানীর মুক্তির, সরকারের দমনপীড়ন বন্ধসহ ১ দফা আন্দোলনের দাবিতে লক্ষ্মীপুরে সদর উপজেলার বিএনপির উদেগ্যে দক্ষিন তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাস ভবনে সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়।

এইসময় উপস্থিতি জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান , সদর বিএপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরি রিয়াজ, সাধারন সম্পাদক আনোয়ার হেসেন বাচ্ছুসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ অবৈধ সরকারের আমলে কোনো নির্বাচন নয়, অভিলম্বে এই সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যদি আমাদের দাবি না মানায় হয় আরো কঠিন আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে বলে জানান তারা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.