লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরের আঞ্চলিক মহা-সড়কের মধুপুর ভূঁইয়া ফার্ণিসার নামক স্থানে বাস-সিনএনজি মুখোমুখি সংঘর্ষে সিনএনজি চালক মহিউদ্দিন (৩৫) নিহত হয় এবং মাছ বিক্রেতা ভ্যান চালক নুরু মিয়া আহত হন। নিহত মহিউদ্দিন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আবুল বাশারের পুত্র। ৮নং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যদর্শী সূত্রে জানাযায়, রোববার ভোর ৫টার দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ ইকোনো সার্ভিস (ঢাকা মেট্টো-ব-১৪৬২০৩) ও সিএনজির (লক্ষ্মীপুর-থ-১১-২৬৬৩ ) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ ও সিএনজি উদ্ধার করে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস ও সিএনজি থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।