লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Uncategorized