লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.