লক্ষ্মীপুর:
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে বর্ষবরণে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। পরে কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বর্ষবরণে জেলার কমলনগর উপজেলা উপকুল কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা স্পন্দন হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট সেয়দ শামছুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।