বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ : দুই পুলিশ আহত

Array

পল্লী নিউজ ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হারুন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় উষাতন চাকমা ও নেছার আহম্মদ নামে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার কাশীনগর গ্রামের খোয়াদ মাস্টার ব্রিজ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি কিরিচ উদ্ধার করে।

গুলিবিদ্ধ হারুনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে; পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। তার ডান পায়ের হাটুর নিচে গুলির চিহ্ন রয়েছে। সে রামগঞ্জের কাশিনগর গ্রামের শরবত আলীর ছেলে। আহত দুই পুলিশ সদস্যও একই হাসপাতালে চিকিৎসা নেন।
পুলিশ জানায়, রাতে রামগঞ্জ উপজেলার কাশীনগর গ্রামে একদল ডাকাত অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোঁড়ে। এতে হারুন নামের এক ডাকাত গুলিবিদ্ধ এবং দুই পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৬ রাউন্ড গুলি, ২টি রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। আহত ডাকাত ও পুলিশ সদস্যের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ সংবাদকে বলেন, ডাকাত সদস্য হারুন দুটি ওয়ারেন্টভুক্ত মামলার পলাতক আসামি।

সর্বশেষ

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ডলারের দাম আরও কমল

ডলার দাম আরও ২৫ পয়সা কমলো। নতুন দরে প্রবাসী ও রপ্তানি আয়ের বিপরীতে ১০৯ টাকা ৭৫ পয়সায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো ডলার কিনবে। আর আমদানিকারকদের...

সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ রাষ্ট্রপতির

সেবক হিসেবে সাধারণ মানুষের কল্যাণে সরকারের নেয়া কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি...

৩১০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

দ্বিতীয় দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম । তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে...

পাকিস্তানি ক্রিকেটারের থেকে ঘুস আদায়, ৪ পুলিশ সদস্য গ্রেফতার

পাকিস্তানের ক্রিকেটার শোহাইব মাকসুদের কাছ থেকে ঘুস আদায়ের দায়ে দেশটির ৪ পুলিশ সদস্যকে গ্রেফতার...

চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

চট্টগ্রাম সংবাদাতা: চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ...

রাজশাহীতে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

রাজশাহী প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ...