লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে বজ্রপাতে রিয়াদ হোসেন (১৬) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মটবী এলাকায় ক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার নুর মোহাম্মদ সওদাগরের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় রিয়াদ ক্ষেতে কাজ করছিল। এসময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাতে সে মারা যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।