তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু নিবাস-১ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২ টার দিকে পৌর ৯ নং ওয়ার্ডে ফিতা কেটে ও দোয়া মুনাজাতের মাধ্যমে অসহায় এক পরিবারের জন্য ঘর উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া ।
পৌর ৯ নং ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামে মৃত বদিউজ্জামানের স্ত্রী আলেয়া বেগম ও প্রতিবন্ধী পুত্র রকির নিকট পৌর মেয়রের বাস্তবায়নে তৈরীকৃত ঘর হস্তান্তর করা হয়েছে।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, আমরা জেনেছি মৃত বদিউজ্জামানের পরিবারের ঘর একেবারেই জরাজীর্ণ এবং ঝুকিপূর্ণ। তাই আমরা তার ঘর নতুন করে তৈরী করে দিয়েছি। বঙ্গবন্ধুর স্মরণে, উনার জন্য উৎসর্গ করে আমাদের এ আয়োজন। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।