লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আলোজনা সভা ও কেক কাঁটার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করাহয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় লানিং এন্ড আর্নিং ডিভেলপমেন্ট প্রকল্প(এলইডিপি)এর লক্ষ্মীপুর ষ্ট্যাডি গ্রুপের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজের হলরুমে ‘মুজিব থেকে জাতির জনক’ শীর্ষক আলোচনা সভা ও কেক কাঁটারআয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজটির অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রকল্পটির বিভাগীয় কো-অর্ডিনেটর এসএএম ইয়াহিয়া সোহেল’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সহিদ উদ্দিন, ব্যবস্থা বিভাগীয় প্রধান প্রফেসর বিপ্লব কুমার সাহা, কলেজ ছাত্রলীগেরআহ্বায়ক রাফসান জানি বাপ্পি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে জানতে হলে, ভাষণ শুনতে হবে। তাঁর ভাষণ জাতিসংগেও শ্রেষ্ঠ হিসেবে প্রমানিত। তিনি বিচ্ছিন্ন জাতিকে ঐক্য করে দেশস্বাধীকায় ঝাঁপিয়ে পড়েছিলে শত্রুর মোকাবেলায়। তাঁর জন্ম না হলে বাংলাদেশর জন্ম হতো না। বঙ্গবন্ধুর জীবনাদর্শ প্রত্যেক প্রজন্মের কাছে শিক্ষনীয় ওঅনুধাবনীয়। সন্ত্রাস-জঙ্গীবাদ রোধে সবার মাঝে দেশপ্রেম জাগ্রত করতে বঙ্গবন্ধুর ইতিহাস জানার আহ্বান করেন বক্তারা। এছাড়াও জেলার ৫টি উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছোসেবী সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।