শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে প্রবল বর্ষণে রবিশস্যের ব্যাপক ক্ষতি

Array

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে ডুবে নষ্ট হয়ে গেছে নিন্মাঞ্চলের সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল। নষ্ট হয়েছে সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ রবিশস্য। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের প্রবল বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে নষ্ট হয়েছে এসব ফসল। কৃষকরা বলছেন, এবার লোকসানই গুনতে হবে তাদের। তবে ফসলী জমিতে জমে থাকা পানি দ্রুত বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।
লক্ষ্মীপুর কৃষি অধিদপ্তরের তথ্য মতে, জেলার হাজার হাজার হেক্টর জমি বৃষ্টির পানিতে ডুবে গেছে। বৃষ্টির পানিতে ডুবে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল। এর মধ্যে রয়েছে বোর ধান, সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ রবিশস্য।
খোজ নিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলা ভবানীগঞ্জ, পেয়ারাপুর, কমলণগরে  তোরাবগঞ্জ, চর জাঙ্গালিয়া, চর ফলকন, চর কাদিরা, রামগতি নিন্মাঞ্চলের ফসলি মাঠ। এতে সব হারিয়ে হতাশা পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। আর তাদের লোকসান গুনতে হবে লাখ লাখ টাকা। এ লোকসানের ভর্তুকির দাবী কৃষকদের।
সরেজমিনে সদর উপজেলার ভবানীগঞ্জ মিয়ার বেড়ী এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃর্ণ সয়াবিনের ক্ষেত বৃষ্টির পানির ডুবে গেছে। নষ্ট হয়েছে সয়াবিন। কৃষকরা ফসল রক্ষায় পাম্প মেশিন বসিয়ে পানি নিষ্কাশন করছে। আবার কোথাও কোথাও কৃষক হাত দিয়ে জমি থেকে পানি সরানোর চেষ্ট করছে।
চরমনসা গ্রামের সয়াবিন চাষী সালাহ উদ্দিন মোল্লা জানান, স্থানীয় সমিতি থেকে ঋণ নিয়ে দুই কানি জমিতে সয়াবিনের আবাদ করেছেন। সয়াবিনের বাম্পার ফলনের আশায়। কিন্তু প্রবল বৃষ্টির কারণে তার ক্ষেত পানির নিচে তলি সয়াবিন নষ্ট হয়ে যাচ্ছে। এতে দিশেহারা তিনি।
কয়েকজন কৃষক জানায়, প্রবল বৃষ্টির কারণে তাদের কৃষি আবাদ জমি নষ্ট হয়ে গেছে। এতে তাদের লাভের তুলনায় লোকসানই বেশি হবে।
লক্ষ্মীপুরের উপ-কৃষি কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, যেসব জমিতে বৃষ্টির পানি জমে আছে। ওই সকল জমির জমানো পানি দ্রুত বের করে দেওয়ার জন্য  মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন। তাছাড়া যেসকল জমিতে বোরধান ৮০ ভাগ ফাকা শুরু হয়েছে, সেসব ধান দ্রুত কেটে পেলার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে অনেকটা লোকসানের হাত থেকে রক্ষা পাবে কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা বলেন, প্রবল বৃষ্টিতে ক্ষেতে ফসল নষ্ট হচ্ছে। ক্ষেত থেকে পানি সরিয়ে দিতে কৃষকদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন দাবিতে লক্ষ্মীপুরে ঐক্য পরিষদের গণ অনশন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণঅনশন ও গণঅবস্থান...

দুপুরেও জলাবদ্ধ রাজধানীর বিভিন্ন জায়গা

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কয়েক ঘণ্টার বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে...

লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে স্কুল ভাঙচুর-লুটপাট, অনিশ্চিত পাঠদান

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে দু'দফা হামলা চালিয়ে ১০ টি সেমিপাকা ও দুটি টিনসেট শ্রণিকক্ষ...

ইবির সাদ্দাম হোসেন হলের আয়োজনে অন্তিম কনসার্ট

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে অন্তিম কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১...

ইলেভেন কেয়ার একাডেমি’র আন্ত ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

কামরুল হাসান হৃদয়: লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান 'ইলেভেন কেয়ার একাডেমি' কর্তৃক শিক্ষার্থীদের শারিরীক সুস্থতা এবং...

রোহিঙ্গা সংকট সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...