মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত

Array

রামগঞ্জ:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে রবিবার (১৬ এপ্রিল) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাহেনারা পারভিন পান্না বিপুল ভোটের ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এ প্রথম লক্ষ্মীপুর জেলায় একজন নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। মাহেনারা পারভিন নৌকা প্রতিকে পেয়েছে ১০৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির প্রার্থী ফেরদৌসি সুলতানা (ধানের শীষ) ৫২৩ ভোট পেয়েছেন। সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সকাল ১০ টার দিকে কেন্দ্র দখল, জাল ভোট ও এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসি সুলতানা। এসময় তিনি পুনঃ নির্বাচনের দাবি করেন।
নির্বাচনের রিটানিং অফিসার জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ১০৫৪৫ ভোট। ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন।
অপরদিকে, একই সময় রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে মাত্র ৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জহিরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক)। তিনি ৩৬৯ ভোট পেয়েছেন। এছাড়া সদর উপজেলার শাকচর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪৭২ ভোট।
লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, লক্ষ্মীপুরে এ প্রথম একজন নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...