সোলাইমান ইসলাম নিশান : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ বস্ত্র বিতরণ করেছে পৌর ছাত্রলীগের সদস্য মো: ওসামা ইসলাম তাহসান।
শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে কমলনগর উপজেলার মতিরহাট বাজার এলাকার নদীর পাড়ের অসহায় দরিদ্র শিশুদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়। ঈদের নতুন জামা পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে।
বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, সামাদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা অর্ক নন্দী, রাজিন হোসেন, আব্দুল ওয়ারিস আবিরসহ প্রমুখ।
ঈদ বস্ত্র বিতরণকালে মো: ওয়ামা ইসলাম তাহসান বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ভাইয়ের নির্দেশে আমরা অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।