রবিবার, ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে পেট্টোল পাম্পে ভয়াবহ আগুন : কোটি টাকার ক্ষতি

Array

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্টোল পাম্পে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাসটার্মিনাল এলাকায় আব্দুল মতিন ট্রেডার্স নামে ওই পেট্টোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনটি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল ভষ্মিভূতসহ মিয়াজী মার্কেটের কয়েকটি দোকান ও মেহেরুন্নেসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকান্ডের এক ঘন্টা পর জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সুনিদিষ্ট কোন কারন জানা যায়নি। এ সংবাদ শুনে তাৎক্ষণিক মেয়র, সহকারি পুলিশ সুপার (সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Raipur Pic -2

প্রত্যক্ষর্দশী ও পাম্প মালিক মো রাজু বলেন, মাগরিবের নামাজের সময় হঠাৎ করে পাম্পে থাকা ট্রাকে আগুন ধরে। পরে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তেলের ট্যাংকার, অফিসসহ ২টি ট্রাক পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘন্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে লক্ষ্মীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ডিওডি ফরিদ হোসেন  বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনেই ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সড়কে জ্যামের কারন আসতে দেরি হলেও এসেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোন ব্যাক্তির সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা তার।

সর্বশেষ

রায়পুরে প্রতিবন্ধীদের জন্য বিনা খরচে কম্পিউটার প্রশিক্ষণ চালু

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিবন্ধী ও তাদের সন্তানদের জন্য ‘সুবর্ণ কম্পিউটার প্রশিক্ষণ’ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে আগামি ৩ মাস কম্পিউটার চালনা...

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন, যা বলল আইন মন্ত্রণালয়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।...

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও...

শাটডাউনের মুখ থেকে বেঁচে গেলো যুক্তরাষ্ট্র

সরকারে স্বল্পমেয়াদী অর্থায়নের বিষয়ে হাউজ অব কমনস ও সিনেটের মধ্যে সমঝোতা হওয়ায় সরকার অচল...

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

ঢাকায় দুই দিনব্যাপী ইমিটেশন জুয়েলারি মেলা শুরু

ভাকুর্তার নারী উদ্যোক্তাদের তৈরি গয়না নিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ইমিটেশন জুয়েলারি মেলা। শনিবার (৩০ সেপ্টেম্বর)...