মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৬

Array

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত ১৬জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (০২ মে) দুপুরে রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগরের করুনানগর কালা মসজিদ  ও তোরাবগঞ্জে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে চার জনের নাম পরিচয় জানা গেছে তারা হলেন-রামগতি উপজেলার চর সেকান্তরের কামলা উদ্দিন (৫০), আলেকজান্ডার বালুর চর গ্রামের বিউটি বেগম (২৬) একই গ্রামের আবুল বাশার (৫০) ও লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের ঝোটন। আহত অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে ওই সড়কের কালা মসজিদ এলাকায় দ্রুত গতির দু’টি লেগুনা একটি অপরটি অতিক্রমের চেষ্টা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে নারীসহ ১৪জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পাঠানো হয়। এর আগে একই সড়কের তোরাবগঞ্জ এলাকায় দু’টি লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিব বলেন, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন; অন্যদের চিকিৎসা চলছে।

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...