লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে পানিতে ডুবে এক শিশু ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১মে) সকালে সদর উপজেলার পার্বতীনগর ও খিলবাইছা এলাকায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। তারা হলেন পার্বতীনগরের মো. পরাণের মেয়ে মিতু (৭) ও খিলবাইছা গ্রামের বাসিন্দা আক্তার হোসেন (৬২)। মিতুর বাবা মো. পরাণ জানান, সকালে গোসল করতে গিয়ে মিতু পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে, খিলবাইছার মতলবপুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্তার হোসেন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, সকালে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।