নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের পীর ফয়েজুল্লাহ সড়কে কাশেম কেরানির বাড়ীতে নব-গঠিত পুলিশ (রায়পুর-রামগঞ্জ) সার্কেল অফিস উদ্ভোধন করা হয়েছে।
রায়পুর ও রামগঞ্জ দুই উপজেলায় পুলিশ সেবা সহজে জনগনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ সার্কেল অফিস উদ্ধোধন করেন চট্রগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মোঃ সফিকুল ইসলাম বিপিএম।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ, রামগঞ্জ-১ আসনের এমপি লায়ন এম এ আউয়াল, রায়পুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখম রুহুল আমিন, পৌর মেয়র ইসমাইল খোকন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্য মামুনুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, পৌর আ’লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহসহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।