নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মো. শোভন (২৫) নামে এক ব্যবসায়ি নিহত হয়েছেন। রোববার বিকেলে জেলা শহরের রামগতি রোডের সিটি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভন লক্ষ্মীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার ইঞ্জিনিয়ার তোফায়েল আহম্মেদ ছেলে ও বেকারী ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, বিকেলে ৪টার দিকে ব্যবসায়ী শোভন রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজের বেকারীতে যাচ্ছিলেন। এসময় রামগতি থেকে লক্ষ্মীপুরগামী দ্রুত গতির একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় পিকআপ ভ্যান রেখে চালক পালিয়ে যায়। খবরপেয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কাশেম গাড়িটি তার হেফাজতে নেয়