তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত, বাড়িতে গিয়ে স্বজনদের শান্তনা ও সহযোগীতা করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (১০ আগস্ট) বিকেলে শহরের ইটেরপুল, মিয়া রাস্তার মাথা, উত্তর জয়পুর সহ বিভিন্ন জায়গায় নিহতের কবর জিয়ারত করেন তিনি।
এসময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আমরা উপস্থিত হয়ে সহযোগী করছি। যারা খুনি তাদের অবশ্যই বিচারের আশ্বাস ও সকলকে ধৈর্য্য ধারন করার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।