লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর অটো চালকের লাশ উদ্ধার 

শেয়ার
লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর ফজল করীম নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল)  দুপুর ৩ টায় পৌর শহরের ২ নং ওয়ার্ড বাঞ্ছানগর এলাকায় তার  লাশ পাওয়া যায় ।  ফলজ করীম পৌর ৫ নং ওয়ার্ডের কাদির বক্স হাওলাদার বাড়ির মৃত দরবেশ মিয়ার ছেলে।
 স্থানীয় ও স্বজনরা জানান, গত মঙ্গলবারে ডেটল ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর পাওয়া যায়নি তাকে।
পাশ্ববর্তী  ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.