লক্ষ্মীপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শেয়ার

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয় পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়ায় গিয়ে শেষ হয়

এর আগে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান।

এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, অতিরিক্ত জলা ম্যাজিষ্ট্রট প্রিয়াংকা দত্ত, জেলা পুলিশ সুপার মাহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল।

এছাড়াও দিনব্যাপী জেলা পূজা উদযাপন পরিষদর আয়োজন চিত্রাঙ্গণ প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে বিজয়ীদর হাত পুুরুস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও বিশ্ব শান্তি কামনায় যজ্ঞ ও প্রার্থনার আয়াজন করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.