লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক হোমায়রা বেগমের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক কামাল হোসেন, মহিউদ্দিন মুরাদ, আ হ ম মোস্তাকুর রহমান, সেলিম উদ্দিন নিজামী, মো. কাউছার,
এমজে আলম, তৌহিদুর রহমান রেজা, কামাল উদ্দিন হাওলাদার, মোহাম্মদ আবুল কালাম আজাদ,
সাইফুল ইসলাম স্বপন, আবদুল মালেক, মাজহারুল আনোয়ার টিপু, আতোয়ার রহমান মনির, সাইদুল ইসলাম পাবেল, আলী হোসেন, সাজ্জাদুর রহমান ও রবিউল ইসলাম খাঁন প্রমুখ।
এসময় কমলনগরের নদী ভাঙনসহ জেলার বিভিন্ন সমস্যা এবং নানান সম্ভাবনার বিষয়ে সাংবাদিকরা বক্তব্য রাখেন। জেলা প্রশাসক উল্লেখিত বিষয়সমুহের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রসঙ্গত, গত ১১ মে লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন হোমায়রা বেগম। এর আগে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের উপ-সচিব হিসেব দ্বায়িত্ব পালন করেন।