লক্ষ্মীপুরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:

প্রতিবছরের মতো এবারও লক্ষ্মীপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি)  লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর রামগতিতে সকল প্রতিষ্ঠানে বই বিতরন হয়।

সকাল ১০টার দিকে দারুল উলুম কামিল মাদরাসায় বই বিতরণ আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন
স্থানীয় সাংসদ একেএম শাহজাহান কামাল ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠান প্রধান শিক্ষক রণজিত কুমার পাল ও সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম ভুলু। নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থী আনন্দে মেতে উঠে।
এর আগে সকাল সোয়া ১০ টার দিকে সদর উপজেলার লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট (পিপি) জসিম উদ্দিন। সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল, আবুল হোসেন খোকন, মো. আনোয়ার হোসেন ও মৃত্যুঞ্জয় মজুমদার।
এছাড়া লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইনসাফ স্কুল এন্ড কলেজ, হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসাসহ সকল সরকারি বেসরকারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.