লক্ষ্মীপুরে ‘নতুন পাঠ্যক্রম’ নিয়ে মন্তব্য করলেন লুৎফুর রহমান ফরায়েজি

শেয়ার

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশের বর্তমান শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী ও পশ্চিমা চিন্তা প্রাধান্য পেয়েছে। এর প্রভাবে সিলেবাসে ট্রান্সজেন্ডার, শারীরিক শিক্ষা ও ধর্মবিমুখ বিভিন্ন অধ্যায় সংযোজন করে জনগণের সাথে এক দৃষ্টতা স্থাপন করেছে।

এই পরিস্থিতিতে একদিকে যেমন শিক্ষার্থীদের মন মানসিকতার ওপর চরিত্রবিধ্বংসী বিরূপ প্রভাব সৃষ্টি করবে অপরদিকে তাদেরকে ধর্মহীন করে গড়ে তুলবে।সরকার মনগড়া শিক্ষা ক্যারিকুলাম চাপিয়ে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার রাখে না।তাই অচিরেই জাতীয় চিন্তার আলোকে সর্বাধুনিক, মননশীল ও জীবনমুখী পাঠ্যক্রম ও শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর শহরস্থ ওয়েলকাম কমিউনিটি সেন্টারে লক্ষ্মীপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা ” শীর্ষক আলোচনা সভায় লক্ষ্মীপুর জেলার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় শরীয়াহ বিষয়ক সম্পাদক ও ঢাকা তালীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী এসব কথা বলেন।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসাইন, বটতলী মাদরাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, রামগঞ্জ কাশিমনগর মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন, বেফাক বোর্ড লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান সিরাজী সহ আরো অনেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.