লক্ষ্মীপুর:
নিজ মেয়েকে ধর্ষণের দায়ে লক্ষ্মীপুরে নিমাই চন্দ্র শীল (৫০) নামে এক বাবাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত নিমাই চন্দ্র শীল সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের গোপাল চন্দ্র শীলের ছেলে।
মামলার এজহার ও আদালত সূত্র জানায়, মাদকাসক্ত লম্পট নিমাই চন্দ্র শীল দীর্ঘদিন থেকে তার মেয়েকে (২২) জোরপূর্বক ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত বছরের ২০ মে তারিখ রাতে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে জানালে নিমাই বাড়ি থেকে পালিয়ে যায়। পরে গত বছরের ৩ আগষ্ট ধর্ষিতা মেয়ে বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে নিমাই চন্দ্র শীলের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ী আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেন।