লক্ষ্মীপুরে দিনব্যাপী পিঠা উৎসব, স্থান পেয়েছে ২২০ রকমের পিঠা

শেয়ার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর:

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পিঠা উৎসব।লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃহস্পতিবার ক্যাম্পাস প্রাঙ্গনের এ উৎসবে শতাধিক স্টলে ২২০ রকমের পিঠা ¯’স্থান পেয়েছে বলে জানান আয়োজকরা। ব্যাতিক্রমী এ উৎসবে হাজার হাজার নারী পুরুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। এতে ধুম পড়েছে পিঠা বেচাকেনায়।

পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল ও জালসহ ২ শতাধিক পিঠার ফসরা সাজিয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে বসেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ এক যুগ ধরে প্রতিবছরের ন্যায় এবারো এমন আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দিতে দিনব্যাপী পিঠা পুলির এই উৎসব অন্যরকম আনন্দ জাগিয়ে তুলেছে সবাইকে।

সকালে জেলা শহরের বাগবাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির মাঠে কর্তৃপক্ষকে সাথে নিয়ে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এতে অংশ নেয় জেলার বিভিন্ন বয়সী কয়েক হাজার নারী পুরুষ। ধুম পড়েছে রকমারী পিঠা বেচাকেনা। শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে মেতেছে শিক্ষকরাও। আলাদা স্টল দিয়ে গরম গরম পিঠা বানিয়ে বিক্রি করছেন আবার আগত অতিথিদের আপ্যায়নও করছেন তারা। পিঠাপুলি উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে অভিভাকরাও অংশ নেন এতে। বিভিন্ন স্টলে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন তাদের অভিভাকরা, আবার সহপাঠিরা যৌথভাবে পরস্পর পিঠা বিক্রিতে সহযোগিতা করছেন। বিভিন্ন নামের ও রংয়ের মুখরোচক পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন দেখা গেছে পুরো উৎসবে। বাংলার আবহমানকালের এই পিঠা উৎসব নতুন প্রজন্মকে হরেক রকমের পিঠার সাথে পরিচিতি করার পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সহায়তা করবে বলে মনে করছেন আয়োজকরা।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.