তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ত্বীব্রতাপদাহে বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। ফসলি জমি শুকিয়ে গেছে। ফলে আমন আবাদসহ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লক্ষ্মীপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার এ নামাজে তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফস লউৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।
নামাজ ও দোয়া মোনাজাত বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য।