তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক চাপায় মো: হাবিব(৫৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে লক্ষ্মীপুর মাদাম ব্রিজ এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক মো: জাফর কে (২৪) আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত সদর থানার এসআই মো: মমিন।
প্রত্যক্ষদশীরা জানান, সাইকেল আরোহী হাবিব ও ড্রাম ট্রাক উভয়েই ঝুমুরের দিকে যাচ্ছিলো। পিছন থেকে ড্রাম ট্রাক চালক হর্ন বাজালে হাবিব পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।
নিহত হাবিব লক্ষ্মীপুর সদর উপজেলার বাঁঙাখা ইউনিয়নের এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী ছিলেন
আটককৃত চালক জাফর হোসেন চর আলী হাসন এলাকার নুরুল আমিনের ছেলে। মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।