কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা:নার্গিস পারভীন কর্তৃক রোগীর সহিত অসদাচারন, অপেশাদার ও অসৌজন্যমুলক আচরন এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা বাণিজ্যের অভিযোগ উঠেছে।
তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও সিভিল সার্জনেএ কাছে লিখিত অভিযোগ করেছেন ইব্রাহিম নামে একজন ভুক্তভোগী। অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমার স্ত্রী মোসাঃ নূরনাহার শান্তা (ভিকটিম) গাইনী বিশেষজ্ঞ ডাঃ নার্গিস পারভীন ২৬/০৩/২০২৩ইং তারিখে আমরা তার পরিচালিত গাইনী কেয়ার ডায়াগনিষ্টিকজ এন্ড কনসালটেশন সেন্টারে ডাক্তারের শরানাপন্ন হই চিকিৎসার জন্য। লক্ষীপুরের ডাঃ নার্গিস পারভীন, এম.বি.বি.এস, বি.সি.এস. (স্বাস্থ্য), এফসিপিএস (গাইনী ও প্রসুতি) বিএমডিসি রেজিঃ নং-এ-৪২৪৭২ এর শরনাপন্ন হয়ে ৮০০/- ভিজিট প্রদান পূর্বক তাহার উপদেশ কামনা করি। উক্ত ডাক্তার আমাদের সকল বিষয় শুনে ভিকটিমকে ০৯টি টেষ্ট করানোর উপদেশ প্রদান করেন । অতঃপর আমি উক্ত গাইনী কেয়ার ডায়াগনিষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে উক্ত টেষ্টের বিলের হিসাব করে জানতে পারি যে, উক্ত ১টি টেস্ট বাদে বাকী টেষ্টগুলো করাতে সর্বমোট ৭,০০০/- (সাত হাজার) টাকা লাগবে। কিন্তু আমি অন্য ডায়াগনিষ্টিকে সেই টেষ্টগুলো ১৪০০/- টাকায় সম্পন্ন করাতে সক্ষম হই ।
অতঃপর উক্ত রিপোর্ট সহ আমি ভিকটিমকে নিয়ে গত ০৪/০৪/২০২৩ইং তারিখে উক্ত ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হয়ে ডাক্তারের এটেনডেন্স এর নিকট ৫০০/- এবং উক্ত রিপোর্ট সমূহ জমা প্রদান পুর্বক সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমি জানতে পারি যে, আমাদের রিপোর্ট সহ ফাইলটি হারিয়ে গেছে। তখন সেলিম রেজা উক্ত প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার ও ব্যাক্তিগত সহযোগী ডাঃ নার্গিস পারভীন এক পর্যায়ে উক্ত বিষয় নিয়ে আমার উপর অর্তকিত হামলা করার চেষ্টা করে কিন্তু উপস্থিত লোকজনের জন্য সফল হতে পারেনি। তবে সে আমাকে এবং আমার স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে আমি আমার ভিজিটিং কার্ড ডাক্তারের চেম্বারে প্রেরন পূর্বক ডাক্তারের সাথে সাক্ষাত করার অনুমতি প্রার্থনা করি, কিন্তু ডাক্তার অনুমতি দেয় নি।পরবর্তীতে ডাক্তারের সহযোগী ফাইল খুজে পাওয়ায় দীর্ঘ ২ ঘন্টার অপেক্ষার পর আমাদের রিপোর্ট সহ সাক্ষাতের অনুমতি মিলে এবং আমরা ডাক্তার মহোদয়ার নিকট রিপোর্ট দিই, কিন্তু ডাক্তার অন্য ডায়াগনষ্টিক এর রিপোর্ট দেখে আমার স্ত্রীর সম্মুখে ফাইল ছুড়ে ফেলে দেয়। পরবর্তীতে আমার স্ত্রী ফাইলটি কুড়ে নিয়ে ডাক্তারকে অনুনয় বিনয় করার পর ডাক্তার উক্ত রিপোর্টগুলো না দেখেই নতুন করো আরো একটি টেস্ট করানোর উপদেশ প্রদান করেন। ডাক্তার কোন রিপোর্ট না দেখেই মন্তব্য এইসব চিকিৎসা প্রধান করেন।আমি পরিষ্কার বুঝতে পারি যে, আমার স্ত্রীর কোন ধরনের পরীক্ষার প্রয়োজন ছিল না, কিন্তু ডাক্তার তার কমিশন বাণিজ্যের জন্য আমার স্ত্রীকে এতগুলো টেষ্ট প্রদান করে। যাতে তার অপেশাদার আচরন পরিষ্কার ভাবে ফুটে উঠেছে।
উল্লেখ্য যে, ডাঃ নার্গিস পারভীন লক্ষীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকার সুবাদে, উক্ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল অসহায় জনগনকে তাহার বেনামী প্রতিষ্ঠান গাইনী কেয়ার ডায়াগনিষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার এ পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করায়।
কেউ উক্ত প্রতিষ্ঠানে পরীক্ষা না করলে তিনি তাহাদের সাথে অসধাচারন এবং অপেশাদার আচরন অনেক নজির রয়েছে। ডাক্তারী পেশা একটি সেবা মুলক পেশা। কিন্তু ডাঃ নার্গিস পারভীন নিজস্ব প্রতিষ্ঠানে পরীক্ষা না করলে সেই রিপোট দেখেন না, যার মাধ্যমে উক্ত ডাক্তার তার সেবা মুলক পেশাকে বাণিজ্যিকিকরণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে, যাহা কোন ভাবেই কাম্য নয় এবং যাতে করে মানুষের মৌলিক অধিকার হরন হচ্ছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনির রহমান বলেন, গত সাপ্তাহ আমার স্ত্রী কে নিয়ে গাইনী কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসানটেশান সেন্টারে যাই চিকিৎসা নিতে, তিনি ভিজিট ফ্রি নিয়েছেন ৮শত টাকা তিনি যথাযথ ট্রিটমেন্ট না নিয়ে আমার স্ত্রী কে দমক দিয়ে কথা বলেছেন, পরে আমরা আর তার কাছে চিকিৎসা নিতে যাই নি। জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক জামাল উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি ডা:নার্গিস পারভীন কে ভিজিট ৪শত টাকা দেওয়া তার ব্যবস্থাপত্র ( ফাইল) তার সামনে ছিড়ে ফেলছে ডা:।
সুশাসনের জন্য নাগরিক সুজন লক্ষ্মীপুরের সভাপতি কামাল হোসেন বলেন,পৃথিবীতে কোন সভ্য দেশে আজ পর্যন্ত কোন ডাক্তার তার রোগীর ফাইল রোগীর সামনে ফেলে দেয় নাই। কিন্তু ডাঃ নার্গিস পারভীন রুগীর ফাইল সামনে ছুড়ে ফেলে দিয়ে তাদের সহিত অপেশাদার ও অসৌজন্য মুলক আচরন করে, যাহা অনৈতিক, অমানবিক এবং নাগরিকের মৌলিক অধিকার লঙ্গনের সামিল। সিভিল সার্জন আহমেদ কবির বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত কমিটি করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরে-এ-আলম বলেন বিষয়টা অমানবিক, তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন, এবং তিনি ভিক্টিমের সার্বিক খোঁজ খবর নিয়েছেন।