লক্ষ্মীপুর প্রতিনিধি :
ঢাকা-রায়পুর মহাসড়কে অবস্থিত লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর ট্রাফিক চত্ত্বরের সৌন্দর্য্য বর্ধন কাজের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে নতুন করে কাজ শুরু করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সড়ক বিভাগের জেলা কর্মকর্তাদের কয়েকজন ইট, বালি এবং সিমেন্ট মিশানো মসলা ঢেলে এ কাজের শুভ সূচনা করেন।
পরে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। প্রত্যাশা ফেনী টু লক্ষ্মীপুরের মহাসড়কটি চারলেনে উন্নীত হলে যানজট কমে যাবে। তাছাড়া চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরে প্রবেশের শুরুতে থাকা এই ট্রাফিক চত্ত্বরটির মাধ্যমে শহরের সৌন্দর্য্য অনেকটা প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।