লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিনিধি:   লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় আবুল কাশেম নামে একজন নিহত হয়েছে।

শনিবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরহাট বাজার এলাকা এই দূর্ঘটনা ঘটে।

এঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় এলাকাবাসী। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। নিহত আবুৃল কাশেম সদর উপজেলার শাকচর ইউনিয়েনের মৃত বশির উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। এসময় রাস্তারপাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মজুচৌধুরীহাট,লক্ষ্মীপুর-ঢাকা চট্রগ্রাম সড়কের হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল গড়ি ভাংচুর গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে করে দু-পাশে যানচলাচল বন্ধ হয়ে দীঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। সড়কে বেপরোয়াভাবে অবৈধভাবে চলাচল করছে শতাধিক ড্রাম ট্রাক। এই ট্রাকগুলো প্রতিদিন বালুৃ আনা-নেয়া করছে। প্রায় ড্রাম ট্রাকের চাপায় হতাহত হলেও কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। এতে করে আরো বেপরোয়া হয়ে উঠছে চালকরা। রাস্তায় দিয়ে চলাচল করতে ভয় হচ্ছে।

দ্রুত এসব যান চলাচল বন্ধ করার দাবী জানান স্থানীয়রা। অন্যাথায় আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যানচলাচল স্বাভাবিক। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.