লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে একটি ম্যাচে তল্লাশি চালিয়ে ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ডিবি রোড এলাকার অ্যাডভোকেট আবুল কালামের ম্যাচ থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশীদ বই, আবুল আলা মওদুদী ও যুদ্ধাপরাধী নিজামীর বইসহ বিপুল পরিমান জেহাদী বই উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলো নোয়াখালী জেলার নুর মোহাম্মদের ছেলে নুরুল হক ও নুরুল হকের ছেলে মনিরুজ্জামান। তারা দুজন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।