লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের শামছুল ইসলাম জয়ী

শেয়ার

জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামছুল ইসলাম  বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আলাউদ্দিন  (ঘোড়া) পেয়েছেন ১৯৭ ভোট। ভোট গননা শেষে বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তা সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা থেকেই দুপুর ২টা পর্যন্ত জেলার ১৫টি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম (আনারস) ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ১৫টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডে জাফর উল্লাহ ভূঁইয়া (তালা), ২ নম্বর ওয়ার্ডে সৈকত মাহমুদ শামছু (অটোরিক্সা), ৩ নম্বর ওয়ার্ডে মো. তাফাজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), ৪ নম্বর ওয়ার্ডে মো. মঞ্জুর হোসেন সুমন (টিউবওয়েল), ৫ নম্বর ওয়ার্ডে এবিএম ইয়াহিমা বিন জাকারিয়া মামুন (টিউবওয়েল), ৬ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন (টিউবওয়েল) ৭ নম্বর ওয়ার্ডে বদরুল আলম শ্যামল (তালা), ৮ নম্বর ওয়ার্ডে বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা), ৯ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল হক (ঢোল), ১০ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন হাওলাদার (বৈদ্যুতিক পাখা), ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন (তালা), ১২ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন (তালা), ১৩ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন (বৈদ্যুতিক পাখা), ১৪ নম্বর ওয়ার্ডে মো. আমজাদ হোসেন (তালা) ও ১৫ নম্বর ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম (হাতি)।
সংরক্ষিত সদস্য ১ নম্বর ওয়ার্ডে সামশেদ আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন লিকা, ৪ নম্বর ওয়ার্ডে পারভিন আক্তার সালমা ও ৫ নম্বর ওয়ার্ডে রোফেনা আক্তার।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮শ ২১ জন। তবে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান ভোটের আগেই।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.