মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের শামছুল ইসলাম জয়ী

Array

জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামছুল ইসলাম  বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতিক নিয়ে ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আলাউদ্দিন  (ঘোড়া) পেয়েছেন ১৯৭ ভোট। ভোট গননা শেষে বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তা সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৯টা থেকেই দুপুর ২টা পর্যন্ত জেলার ১৫টি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল ইসলাম (আনারস) ৫৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ১৫টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডে জাফর উল্লাহ ভূঁইয়া (তালা), ২ নম্বর ওয়ার্ডে সৈকত মাহমুদ শামছু (অটোরিক্সা), ৩ নম্বর ওয়ার্ডে মো. তাফাজ্জল হোসেন (বৈদ্যুতিক পাখা), ৪ নম্বর ওয়ার্ডে মো. মঞ্জুর হোসেন সুমন (টিউবওয়েল), ৫ নম্বর ওয়ার্ডে এবিএম ইয়াহিমা বিন জাকারিয়া মামুন (টিউবওয়েল), ৬ নম্বর ওয়ার্ডে মো. আরিফ হোসেন (টিউবওয়েল) ৭ নম্বর ওয়ার্ডে বদরুল আলম শ্যামল (তালা), ৮ নম্বর ওয়ার্ডে বেলায়েত হোসেন (বৈদ্যুতিক পাখা), ৯ নম্বর ওয়ার্ডে মো. মাহবুবুল হক (ঢোল), ১০ নম্বর ওয়ার্ডে আফজাল হোসেন হাওলাদার (বৈদ্যুতিক পাখা), ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন (তালা), ১২ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন (তালা), ১৩ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন (বৈদ্যুতিক পাখা), ১৪ নম্বর ওয়ার্ডে মো. আমজাদ হোসেন (তালা) ও ১৫ নম্বর ওয়ার্ডে মুজাহিদুল ইসলাম (হাতি)।
সংরক্ষিত সদস্য ১ নম্বর ওয়ার্ডে সামশেদ আক্তার, ২ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার, ৩ নম্বর ওয়ার্ডে ফরিদা ইয়াসমিন লিকা, ৪ নম্বর ওয়ার্ডে পারভিন আক্তার সালমা ও ৫ নম্বর ওয়ার্ডে রোফেনা আক্তার।
উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮শ ২১ জন। তবে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান ভোটের আগেই।

সর্বশেষ

খুবিতে নানা কর্মসূচিতে পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস

তানভীর হাসান তন্ময়, খুবি প্রতিনিধি: মাটি ও পানি জীবনের উৎস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার প্রোগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩...

ইবির আবাসিক হলে উচ্চস্বরে গান বন্ধে লিখিত অভিযোগ

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে প্রতিনিয়ত উচ্চ শব্দে গান বাজনা করা হচ্ছে। বিশেষ...

রায়পুরে ডাচ্ বাংলা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।...

৩১ ডিসেম্বর সন্ধ্যার পর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর...

শৈত্যপ্রবাহ কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

ডিসেম্বরের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

সর্বোচ্চ পদ নিয়ে ৪৬তম বিসিএসসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই...