তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
সোমবার (৬ মে) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে পতকা উত্তোলন ও বিক্ষোভ কর্মসূচি করেন তারা।
এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবীর সাগর এবং সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ইজরায়িল স্বাধীন ফিলিস্তিনের অমানবিক গনহত্যা চালিয়ে যাচ্ছে। কিন্তু জাতিসংঘ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরকম বর্বর নির্যাতন ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবী জানান তারা।