লক্ষ্মীপুরে সাংবাদিক সাজ্জাদুর রহমানের বাসার জানালার গ্রিল ভেঙে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা । এ সময় প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার ও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাজ্জাদ যুগান্তরের রামগতি উপজেলা প্রতিনিধি ও কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি। তিনি যুগান্তর ও এনটিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের ছোট ভাই।
সাংবাদিক সাজ্জাদ জানান, বাসায় তালা দিয়ে রোববার (১৬ এপ্রিল) দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যান। গত দুইদিন বাসায় কেউ ছিলেন না। মঙ্গলবার রাত ৮টার দিকে শ্বশুর বাড়ি থেকে তারা বাসায় ফিরেন। বাসায় ঢুকে শয়নকক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল ভাঙা ও স্টিলের আলমিরা ভাঙা দেখেন। ওই কক্ষে থাকা জামা-কাপড়সহ অন্যান্য আসবাবপত্রও ছড়িয়ে ছিটিয়ে ছিল। আলমিরা থেকে সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও দুটি প্লাস্টিকের ব্যাংকে জমানো প্রায় ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
সাজ্জাদুর রহমান আরো জানান, দুই দিন আমরা বাসায় ছিলাম না। এই সময়ে চোরের দল ঘটনাটি ঘটিয়েছে। স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে তারা।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ চুরি হওয়া মালামালের তথ্য নেয়া হয়েছে৷ চোর আটকে জোরালো পদক্ষেপ নেয়া হবে।