পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরে ৪দিন ব্যাপী জাতীয় বিদ্যুত ও জ্বালানীর ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ৫ম জাতীয় বিদ্যুত ও জ্বালানী এ ক্যাম্পের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় রোভার স্কাউটের আয়োজনে লক্ষ্মীপুর সরকারী কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর শিক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্য প্রকৌশলী মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলা রোভার স্কাউটের সহকারী কমিশনার মোঃ মাহবুবে এলাহী সানি প্রমুখ। এ ছাড়াও আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন স্কুল কলেজের শিার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।