লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন 

শেয়ার

তারেক মাহমুদ,লক্ষ্মীপুর প্রতিনিধি:

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই স্লোগানকে সামনে রেখে, লক্ষ্মীপুর সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রæয়ারি) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত, বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.