তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ২২ অক্টোবর (রোববার) সকালে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুুরাইয়া জাহান।
বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আয়োজিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেহ পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি ডা: আশফাকুর রহমান মামুন, সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী,জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহ আলম, রাজু আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন পরিহন সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।