লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বেহুন্দি জাল দিয়ে জাটকা নিধনের দায়ে জালসহ ৭ নৌকা আটক করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ০৭ থেকে দুপুর ১২ টা পযর্ন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে নৌকাগুলো আটক করে।
লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, জাটকা ধরার সময় অভিযান চালিয়ে বেহুন্দি জালসহ ৭ টি নৌকা আটক করা হয়। এসময় জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।