মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

লক্ষ্মীপুরে জাটকা জব্দ, ৩ জনের জরিমানা

Array

ফাইল ফটো

 

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে আট মণ জাটকাসহ আটক তিন ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় কমলনগরে জাটকা ধরার বাধা জালসহ প্রায় ছয় মণ জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর উপজেলার উদমারা সড়কে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে আট মণ জাটকাসহ তিনজনকে আটক করে।

পরে আটক তিনজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানীর কাছে হাজির করা হয়ে তিনি তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জাটকাগুলো পৌর শহরের এতিম খানায় বিতরণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-চাঁদপুর জেলার হাইমচর উপজেলার জালিয়াচর এলাকার মাইনউদ্দিন হাওলাদার (৫০), একই এলাকার জামাল মিজির ছেলে বাদল মিয়া (৪৭) ও চরবংশী এলাকার অলিউল্যার ছেলে পিকআপ চালক ওমর ফারুক (২২)।

রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট মণ জাটকাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মেঘনা নদীতে জাটকা ধরার সময় একটি বাধা জালসহ প্রায় ছয় মণ জাটকা জব্দ করে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...