পল্লী নিউজ ডেস্ক;
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহামুদুন্নবী সোহেলের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ট্রাপিক চত্তরে এসে সমবেত হয়। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল থেকে নেতাকর্মীরা অবিলম্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন লোটাস, সহ-সভাপতি কেএম বাপ্পি কবির (পালসার বাপ্পি), মিরাজ হোসেন, শাহাদাত হোসেন জুয়েল ও শাহাদাত হোসেন সজিবের মুক্তি দাবী করে।