লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালী, কেক কাঁটাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
সকাল ১১টায় লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর সরকারী কলেজে গিয়ে কেক কাঁটায় যোগদেন।
এসময় র্যালি ও কেক কাঁটায় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। জেলা ছাত্রলীগ সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সস্পাদক রাকিব হোসেন লোটাসসহ আওয়ামী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এদিকে জেলা ছাত্রলীগের নির্দেশে সংগঠনটির সকল ইউনিয়েটের নেতাকর্মীরা স্ব স্ব উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।