লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরে ব্যাচ করে চারদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদ এর বাস্তবায়নে দক্ষিণ মজুপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে চারটি ব্যাচে ৩০ জন করে ১২০ জন চাষী নিরাপদ সবজি উৎপাদন কৌশল বিষয়ে প্রশিক্ষিত হবে। প্রশিক্ষণে আর্থিক সহায়তায় করেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি । এর আগে সকালে কৃষক প্রশিক্ষণের প্রথম ব্যাচ উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা সুলতানা পারুল। এসময় সদর উপজেলা কৃষিকর্মকর্তা ওমর ফারুক,ফ্যাসিলেটর রনি চাকমা ও উদ্ভিদ সংরক্ষণ অফিসার এটিএম খোরশেদ আলমসহ নারী ও পুরুষ কৃষক ৩০ জন প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন।
Uncategorized