নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে চলন্ত বাসের ধাক্কায় মো: শাহাদাৎ হোসেন লিটন ভূঁইয়া (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা-রায়পুর মহাসড়কের পুলিশ লাইনস্থ ইসলাম মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত লিটন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে আটিয়াতলী ভূঁইয়া বাড়ির নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপেস নামের একটি বাস ইসলাম মার্কেট এলাকায় পৌঁছে পথচারী লিটনকে ধাক্কা দেয় । একপর্যায়ে স্থানীয়রা তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় লিটন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করে।
লক্ষ্মীপুর মডেল থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন বলেন, পথচারী লিটন ঘটনাস্থলেই নিহত হয়েছে।